৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,সন্ধ্যা ৬:১৪

সাতক্ষীরার কালিগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক কিশোরের মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২২

  • শেয়ার করুন

সাতক্ষীরার কালিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আয়জুল ইসলাম (১৫) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার কুশুলিয়া ইউনিয়নের কলিযোগা গ্রামের দিনমজুর আবু জাফরের পুত্র। মরদেহের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

আজ বুধবার বেলা সাড়ে ১১টায় এই দুর্ঘটনা ঘটে। দুই ঘণ্টা ধরে লাশের ঠিকানা মিলেনি। একপর্যায়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করা হলে বেলা ১টার দিকে তার পরিচয় মেলে। কালিগঞ্জ থানার ওসি সড়ক দুর্ঘটনায় আয়জুলের নিহত হওয়ার কথা স্বীকার করেন।

থানা সূত্রে জানা গেছে, কালিগঞ্জ টু তালতলা সড়কের হোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গাছের সঙ্গে ভ্যানের ধাক্কা লাগে। তাতে মারাত্মকভাবে যখম হয় আয়জুল। স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে নেওয়ার পথে জিরণগাছা পৌঁছালে মৃত্যু হয়।

  • শেয়ার করুন