৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ৮:০৩

সাভারে আওয়ামী লীগের জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে

প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২২

  • শেয়ার করুন

সারা দেশে বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আজ শনিবার সাভারে আওয়ামী লীগের জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে দুপুরে সাভারের রেডিওকলোনী স্কুল এন্ড কলেজ মাঠে সমাবেশ ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

জনসমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

সাভার, আশুলিয়া ও ধামরাই থানা আওয়ামী লীগের আয়োজনে সমাবেশকে ঘিরে সাভারে নেতাকর্মীদের মধ্য উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ইতিমধ্যে মঞ্চ তৈরিসহ সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। লক্ষাধিক মানুষ এই সমাবেশে যোগ দেবেন বলে জানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ জানান, মঞ্চ প্রস্তুত রয়েছে। দুপুর নাগাদ কেন্দ্রীয় নেতারা উপস্থিত হবেন। বিএনপির নৈরাজ্য ও বিশৃঙ্খলার প্রতিবাদে আমাদের আজকের এই জনসভা।

  • শেয়ার করুন