৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,দুপুর ১২:২০

সুড়ঙ্গ দেখে চরম ক্ষোভ ঝাড়লেন দর্শকরা

প্রকাশিত: জুলাই ৪, ২০২৩

  • শেয়ার করুন

‘সুড়ঙ্গ’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয়েছে আফরান নিশোর। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন তমা মির্জা। রায়হান রাফি পরিচালিত এই সিনেমা মুক্তি পেয়েছে ২৯ জুন। সম্প্রতি ছবিটির কিছু দৃশ্য ও সংলাপ নিয়ে ক্ষোভ ঝেড়েছেন অনেক দর্শক। এই সিনেমার কিছু দৃশ্যকে ‘অশ্লীল’ বলছেন তারা। তাদের বক্তব্য, ওই অংশগুলো এতটা সময় না নিয়ে দেখালেও সমস্যা হতো না। এমনটাই জানা যায় সংবাদমাধ্যমে।

আরও জানা যায়, সিনেমাটি দেখে একজন নারী বলেছেন, ‘বাচ্চাদের সঙ্গে, পরিবারের সঙ্গে দেখার মতো সিনেমা নয় এটি। লজ্জায় শেষ।’ আরেক নারীর ভাষ্য, ‘এটা কোনো সিনেমাই হতে পারে না। পুরোটাই নেগেটিভ।’

সংবাদমাধ্যমে আরেক দর্শক বলেছেন, ‘সিনেমা দেখে একটা ভালো অনুভূতি নিয়ে বেরোনোর কথা। কিন্তু খুব অস্বস্তির মধ্যে আছি।’ আরেকজন বলেন, ‘বাচ্চাদের নিয়ে সিনেমা দেখতে গিয়েছিলাম। ১৮+ জানলে হয়তো বাচ্চাদের নিতাম না। ১৮+ কিছু দৃশ্য ছাড়া সিনেমাটা দারুণ বানিয়েছে। নিশোর প্রশংসা করতেই হয়। তমা মির্জা তার চরিত্রকে ধারণ করতে পেরেছেন। শহীদুজ্জামান সেলিমের অভিনয় নিয়ে নতুন কিছু বলার নেই। মেকিং খুবই ভালো ছিল।’

কেউ কেউ এসব বক্তব্যকে উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে দেখছেন। তাদের দাবি—হলিউড কিংবা বলিউড ছবিতে এমন দৃশ্য দেখলে সমস্যা হয় না, কিন্তু বাংলাদেশের সিনেমাতে থাকলেই কিছু মানুষ নানা মন্তব্য করেন।

অন্যদিকে এই সিনেমার বিষয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন নির্মাতা বুলবুল বিশ্বাস। সেটির এক অংশে লিখেছেন, ‘একটা সিনেমা দেখে দর্শকের ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। তার নিজের টাকা দিয়ে সিনেমা দেখে মতামত জানানোর পূর্ণ অধিকার সে রাখে। কিন্তু কোনোভাবে সেই মতামত আমাদের মতের সাথে মিল না হলে তাকে আমরা জনতার কাঠগড়ায় তুলে তুলোধোনা করে ছাড়ব—এই মনোভাব থেকে আমাদের বের হবার সময় এখন এসেছে।’

বুলবুল আরও লিখেছেন, ‘নির্মাতা হিসেবে একটি কথা বলতে চাই, দর্শকরাই কিন্তু নির্মাতাদের ঈশ্বর, দর্শকদের তুষ্ট করতেই সিনেমার এই বিপণন।

  • শেয়ার করুন