৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,দুপুর ১:৩৯

সৌদি আরবে ঈদুল আজহা কবে জানা যাবে রোববার

প্রকাশিত: জুন ১৭, ২০২৩

  • শেয়ার করুন

সৌদি আরবে পবিত্র ঈদুল আজহার চাঁদ দেখা হবে রোববার (১৮ জুন)। এ জন্য দেশটির সুপ্রিমকোর্ট সবাইকে চাঁদ দেখার আহ্বান জানিয়েছেন।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, কোর্ট মুসলিম নাগরিকদের কাছে আহ্বান জানিয়েছে যদি কেউ জিলহজ মাসের চাঁদ দেখতে পায় তাহলে সে যেন নিকটস্থ কোনো কোর্টে জানায়। তারা সরাসরি কোর্টে গিয়ে অথবা কোনো কর্মকর্তার মাধ্যমেও জানাতে পারবে।

মুসলমানদের বড় ধর্মীয় উৎসবের মধ্যে ঈদুল আজহা অন্যতম। তবে এ বছর এই দিনটি কবে পালিত হবে তা নির্ভর করে ঈদুল ফিতরের মতোই চাঁদ দেখার ওপর।

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদদের বরাত দিয়ে খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, অনেক মুসলিম দেশেই ১৮ জুন পবিত্র ঈদুল আজহার চাঁদ দেখা শুরু করবে।

তবে ১৮ জুন জিলহজ মাসের চাঁদ দেখার বিষয়টি কষ্টসাধ্য হবে। বিশেষ করে ইসলামিক বিশ্বের মধ্যাঞ্চলীয় ও পশ্চিমাঞ্চলীয় দেশগুলোতে খালি চোখ ও টেলিস্কোপ দিয়ে চাঁদ দেখাও কঠিন হতে পারে।

ধারণা করা হচ্ছে, বিশ্বের অনেক দেশে ১৯ জুনকে জিলহজ মাসের প্রথম দিন হিসেবে ধরা হবে। সে অনুযায়ী, ২৭ জুন হবে পবিত্র আরাফাতের দিন ও ২৮ জুন ঈদুল আজহা।

কিন্তু ১৮ জুন পূর্বাঞ্চলীয় বিশ্বের অনেক মুসলিম দেশের পক্ষেই চাঁদ দেখা সম্ভব নয়। ফলে তাদের মধ্যে কিছু দেশ ২০ জুনকে জিলহজ মাসের প্রথম দিন ঘোষণা করতে পারে। সে অনুযায়ী এসব দেশে ঈদুল আজহা হতে পারে ২৯ জুন।

  • শেয়ার করুন