৯ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার,সকাল ১০:৪৫

স্লোগানে স্লোগানে মুখরিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু অ্যাভিনিউ

প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২২

  • শেয়ার করুন

স্লোগানে স্লোগানে মুখরিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু অ্যাভিনিউ। বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে অবস্থান কর্মসূচি পালন করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আজ শনিবার সকাল ১০টার পর একে একে মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ, মৎস্যজীবী লীগসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন। তৃণমূলের নেতাকর্মীদের সাহস এবং শক্তি যোগাতে তাদের সঙ্গে যোগ দিয়েছেন কেন্দ্রীয় নেতারাও। আওয়ামী নেতাকর্মীদের স্লোগানে মুখরিত পুরো বঙ্গবন্ধু অ্যাভিনিউ। ওই সময় কার্যালয়ে দেখা গেছে কেন্দ্রীয় নেতাদেরও।

সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে আসছেন তারা। মিছিল থেকে বিএনপি জামায়াতের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ওই সময় আওয়ামী লীগের সভাপতিমন্ডলী সদস্য বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘বিএনপির গণসমাবেশকে সামনে রেখে জনগণের জানমালের নিরাপত্তায় আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢাকাসহ সারা দেশে পাড়া মহল্লায়, ওয়ার্ড, ইউনিয়নে মাঠে রয়েছে। আমাদের নেতাকর্মীরা তাদের সমাবেশ শেষ না হওয়া পর্যন্ত মাঠে থাকবে। বিএনপিকে যে কোনো মূল্য আমরা প্রতিহত করব। তারা জানে না আওয়ামী লীগ সরকার কচু পাতার পানি নয়।’

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী বলেন, ‘আমরা সহিংসতায় বিশ্বাস করি না, আমরা স্থিতিশীলতায় বিশ্বাস করি। যে অশুভ শক্তি সহিংসতা ছড়াতে চায়, তারাই চার দিন আগে রাস্তা দখল করে বসে ছিল। তারা বাংলাদেশকে অস্থিতিশীল করে ভিন্ন পথে ক্ষমতায় আসার চেষ্টা করবে। তাদের সেই ষড়যন্ত্র-চক্রান্ত কখনোই টিকবে না।’

  • শেয়ার করুন