৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,দুপুর ১:৫৯

হারে হতাশ তামিম ইকবাল

প্রকাশিত: মার্চ ৩, ২০২৩

  • শেয়ার করুন

৩২৬ রানের জবাবে ১৯৪ রানে অল আউট। না বোলিং, না ব্যাটিং; কোন ভার্সনেই কৃতিত্বের ছাপ রাখতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে তাই ইংলিশদের কাছে হারতে হয়েছে ১৩২ রানের বড় ব্যবধানে। সেই সঙ্গে খোয়াতে হয়েছে সিরিজও। ২০১৬ সালের পর ঘরের মাঠে কোন ওয়ানডে সিরিজ না হারার তকমাতে ফাটল ধরালো এবার ইংল্যান্ড।

এমন হারে স্বভাবতই হতাশ বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। ম্যাচ শেষ তিনি বলেন, ‘আমি হতাশ, বিশেষ করে বোলিং বিভাগ নিয়ে। যদিও স্পিনাররা বেশ সাহায্য করেছে। তবে শুরুর চার-পাঁচ ওভার ছিল হতাশার। আবার একটি রান আউট মিস করেছি আমরা। রয় ও বাটলার দারুণ করেছেন ব্যাট হাতে।’

তামিম আরও বলেন, ‘আপনি যখন হারবেন, তখন প্রশ্ন উঠবে। আমি সেদিকে যাচ্ছি না। দলগতভাবেই আমরা ভালো করতে পারি নাই। সে কারণেই হেরেছি। তিন ওভারে যখন আপনি তিন উইকেট হারাবেন, তখন সবকিছু কঠিন হয়ে যাবে। সাকিব ও আমি চেষ্টা করেছিলাম, কিন্তু তা যথেষ্ট ছিল না। সাকিবের প্রচেষ্টা বেশ ভালো ছিল।’

আগামী ৬ মার্চ তৃতীয় ও শেষ ওয়ানডেতে চট্টগ্রামে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। শেষটাতে ভালো করার প্রত্যয় তামিমের, ‘শেষটা ভালো করতে চাই।’

  • শেয়ার করুন