প্রকাশিত: নভেম্বর ৩, ২০২২
অক্টোবরের মাঝামাঝি সময়ে ইউক্রেনে কীভাবে এবং কখন পারমাণবিক বোমা ব্যবহার করা যেতে পারে, তা নিয়ে আলোচনা করেছেন ঊর্ধ্বতন রুশ সামরিক কর্মকর্তারা। বুধবার মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজকে এমন তথ্য জানিয়েছেন দুজন মার্কিন কর্মকর্তা।
এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেশ কয়েকবার ইউক্রেনে পারমাণবিক হামলার ইঙ্গিত প্রদান করেছেন। একই সঙ্গে দেশটির জাতীয় নিরাপত্তা পর্ষদের জ্যেষ্ঠ কর্মকর্তা ও সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ একই ইঙ্গিত প্রদান করেন।
এর কিছুদিন পরই রুশ সামরিক কর্মকর্তারা ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে পারমাণবিক হামলার সম্ভাব্যতা ও প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন বলে জানান মার্কিন গোয়েন্দারা। পাশাপাশি ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রুশ বাহিনী পিছু হটার পর পুতিনের প্রতিশোধ নেওয়ার প্রবণতাও মার্কিন কর্মকর্তাদের উদ্বিগ্ন করে তুলছে।
মার্কিন গোয়েন্দাদের এমন মন্তব্যের ব্যাপারে জানতে চাইলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এটিকে উদ্দেশ্যমূলক উসকানি বলে জানান। পেসকভ বলেন, আমাদের এই উসকানিতে পা দেওয়ার বিন্দুমাত্র ইচ্ছা নেই। আমরা এটিকে (মার্কিন গোয়েন্দা তথ্য) খুবই দায়িত্বজ্ঞানহীন কাণ্ড বলে মনে করছি।
রুশ কর্মকর্তাদের পারমাণবিক হামলার বিষয়ে সর্বপ্রথম নিউইয়র্ক টাইমসে প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল। তবে সেখানে বিস্তারিত কিছু উল্লেখ করা ছিল না।
মার্কিন জাতীয় নিরাপত্তা পর্ষদের মুখপাত্র জন কিরবি রুশ পারমাণবিক হামলার সম্ভাব্যতা বিষয়ে প্রকাশিত প্রতিবেদন নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি বলেন, শুরু থেকেই এটি পরিষ্কার যে পারমাণবিক হামলা নিয়ে রাশিয়ার মন্তব্য খুব উদ্বেগজনক। আমরা এটিকে গুরুত্ব সহকারে দেখছি।
রুশ সামরিক কর্মকর্তাদের পারমাণবিক বোমা ব্যবহারের সম্ভাব্যতা যাচাইয়ের এই আলোচনায় পুতিন অংশগ্রহণ করেননি বলে জানান মার্কিন গোয়েন্দারা। এ সময় গোয়েন্দারা জানান, পারমাণবিক হামলা পরিচালনা করার কোনো প্রস্তুতিও গ্রহণ করছে না রাশিয়া।
এর আগে মস্কো দাবি করে, ইউক্রেন ও পশ্চিমা মিত্ররা রাশিয়ার বিরুদ্ধে তেজস্ক্রিয় ‘ডার্টি বম্ব’ ব্যবহার করার পরিকল্পনা করছে। তবে এই দাবি অস্বীকার করেছে ইউক্রেন ও পশ্চিমা দেশগুলো।