২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১০:৩৬

অতিরিক্ত ডিআইজি পদমর্যাদায় ছয়জন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২২

  • শেয়ার করুন

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদমর্যাদায় ছয়জন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।

 

মঙ্গলবার (৮ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সহকারী সচিব সিরাজাম মুনিরা।

 

পদায়ন হওয়া কর্মকর্তাদের মধ্যে ঢাকায় কর্মরত তাপসুন নাসরীনকে পুলিশ সদরদপ্তরে অতিরিক্ত ডিআইজি, জেসমিন বেগমকে পুলিশ সদরদপ্তরে (টিআর), হামিদা পারভীনকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার, শামসুন্নাহারকে পুলিশ সদরদপ্তরে ও শাহজাদা মো. আসাদুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের কমান্ড্যান্ট হিসেবে পদায়ন করা হয়েছে।

 

পাশাপাশি সিলেটের অতিরিক্ত ডিআইজি ফয়সল মাহমুদকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার করা হয়েছে।

  • শেয়ার করুন