৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার,সন্ধ্যা ৬:৪৫

অনেকটা গোপনে হাইকোর্টে এসেছিলেন হিরো আলম

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২২

  • শেয়ার করুন

অনেকটা গোপনে হাইকোর্টে এসেছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত-সমালোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলম। তবে পরিচয় লুকাতে মাস্ক পরে আসলেও পরে জেনে যান সবাই। এসময় গণমাধ্যমকর্মীদের জানান, এক আত্মীয়র জন্য আইনি পরামর্শ নিতে তিনি হাইকোর্টে আসেন।

 

রোববার (৬ নভেম্বর) সন্ধ্যায় হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

 

হাইকোর্টে আসার কারণ জানতে চাইলে তিনি প্রথমে সংকোচ বোধ করেন। পরে অবশ্য বলেন, ‘পারিবারিক একটা ঝামেলার কারণে আইনি পরামর্শ নিতে হাইকোর্টে এসেছি।’

 

হিরো আলম জানান, তিনি একটা মেয়ের উপকার করার জন্য হাইকোর্টে এসেছেন। তার এক নারী আত্মীয়র উপকারের জন্য আইনি পরামর্শ নিতেই আইনজীবীর কাছে এসেছিলেন।

 

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মানুষের জীবনে একবার ভাইরাল হওয়ার শখ থাকে। আমি তো প্রতি মাসে ভাইরাল হই।’ এসময় হিরো আলমের সঙ্গীরা তাকে সাক্ষাৎকার দিতে বারণ করেন। এরপর দ্রুত হাইকোর্ট এলাকা থেকে চলে যান তিনি।

  • শেয়ার করুন