প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৩
জামিনে মুক্তি পেয়েছেন ইরানের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক জাফর পানাহি। কারাগারে অনশন শুরুর পর তাকে মুক্তি দেয় ইরান। গত বছরের জুলাইয়ে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। তেহরানের কুখ্যাত এভিন কারাগারে বন্দি ছিলেন পানাহি।
তার জামিনলাভের খবর নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের ‘সেন্টার ফর হিউম্যান রাইটস ইরান।’ সংস্থাটি টুইটারে জানিয়েছে, অনশন শুরু করার দু’দিনের মাথায় শুক্রবার জাফর পানাহিকে জামিন দেওয়া হয়েছে।
এর আগে অনশন শুরুর পর বন্দি অবস্থা থেকেই বিখ্যাত এ চলচ্চিত্র পরিচালক এক বিবৃতিতে বলেন, হয়তো আমার প্রাণহীন দেহ কারাগার থেকে মুক্ত হবে, কিন্তু আমি আমার সিদ্ধান্ত কোনোভাবেই পরিবর্তন করব না।
গত বছরের জুলাইয়ে মোস্তাফা আল-আহমেদ এবং মহম্মদ রাসুলফ নামে দুই চলচ্চিত্র নির্মাতাকে গ্রেপ্তার করে ইরান। তাদের মামলার ব্যাপারে খোঁজখবর নিতে কারাগারে গিয়েছিলেন পানাহি। সেখানেই তাকে গ্রেপ্তার করা হয়। এরপর ওই বছরের অক্টোবরে ইরানের সর্বোচ্চ আদালত তাকে মুক্তির আদেশ দিয়েছিল। কিন্তু তারপরও তাকে আটক করে রাখা হয়।