প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৩
আনুষ্ঠানিকভাবে না হলেও পিএসজির বিপক্ষে ম্যাচ দিয়ে সৌদি আরবে অভিষেক হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর। অনেকের মতে মেসি-রোনালদোর শেষ দ্বৈরথ দেখে ফেলেছে ফুটবল বিশ্ব। ৯ গোলের রোমাঞ্চকর ম্যাচে সিআরসেভেন নেতৃত্বাধীন রিয়াদ অলস্টার একাদশের বিপক্ষে জয় পেয়েছে মেসি-নেইমার-এমবাপ্পেরা।
ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছেন রোনালদো। মেসিকে আলিঙ্গন করা ছবির ক্যাপশনে লিখেন পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা হওয়ার কথা। সিআরসেভেন লিখেছেন, ‘মাঠে ফিরতে পেরে খুবই খুশি। স্কোরশিটে নাম তুলতে পেরেও। সেই সঙ্গে পুরোনো কয়েকজন বন্ধুর সঙ্গে দেখা হয়েও ভালো লাগছে।’
কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে শেষ ম্যাচ খেলেছিলেন রোনালদো। এর আগে দ্বিতীয় রাউন্ডে সুইজারল্যান্ডের বিপক্ষে একাদশে বাইরে রেখে সমালোচিত হন পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস।
এদিকে বিশ্বকাপের আগে ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগানকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়ে ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডে অসুখী তিনি। এর কয়েকদিন পরই ইলিংশ ক্লাবটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। নতুন বছরের শুরুতে ইউরোপিয়ান ফুটবল ছেড়ে বছরে ২০ কোটি ডলার বেতনে সৌদি আরবের আল নাসরে যোগ দেন রোনালদো।
পিএসজিতে ফিরে ছন্দ ধরে খেলেছেন বিশ্বকাপজয়ী লিওনেল মেসি। ম্যাচের ৩ মিনিটে গোল করে এগিয়ে দেন ফরাসি চ্যাম্পিয়নদের। এরপর দুই গোল করেন রোনালদো। গোল পেয়েছেন কিলিয়ান এমবাপ্পেও।
তবে পেনাল্টি মিস করেন নেইমার। ৯ গোলের ম্যাচে লাল কার্ডও দেখান রেফারি। ফিফার অফিশিয়াল তকমা না থাকলেও সব মিলিয়ে রোমাঞ্চের কোনো অভাব ছিল না এই ম্যাচে।