১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ৯:৪৮

অর্থনীতি গতিশীল রাখতে গ্যাস বিদ্যুৎ পানি ব্যবহারে মিতব্যয়ী হতে বললেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৩

  • শেয়ার করুন

সবাইকে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের অর্থনীতি গতিশীল রাখতে হবে। মন্দার প্রভাব যেন আমাদের ওপর না আসে, সে জন্য আমাদের সতর্ক হয়ে চলতে হবে। মিতব্যয়ী হতে হবে, সঞ্চয়ী হতে হবে। গ্যাস, বিদ্যুৎ, তেল, পানি সবকিছু ব্যবহারে মিতব্যয়ী হতে হবে। আজ মঙ্গলবার সকালে কিশোরগঞ্জের মিঠামইন সদরের ঘোড়াউত্রা নদীর তীরে নবনির্মিত সেনানিবাসের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

এর আগে বেলা ১১টায় হেলিকপ্টারযোগে মিঠামইন সেনানিবাসের হেলিপ্যাডে পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় তিনি রাষ্ট্রীয় অভিবাদন গ্রহণ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছি। গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকায় দেশের সার্বিক উন্নয়ন করা সম্ভব হয়েছে। গত ১৪ বছরে বাংলাদেশ আর্থসামাজিকভাবে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশের একজন মানুষও ভূমিহীন, গৃহহীন থাকবে না। কোনো মানুষ ক্ষুধার্ত থাকবে না। প্রত্যেক মানুষের শিক্ষা, খাদ্য নিরাপত্তা, চিকিৎসার ব্যবস্থা, কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য আমরা ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি।

শেখ হাসিনা বলেন, করোনা মহামারির পর শুরু হলো রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। যার ফলে সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছি। প্রতিটি জিনিসের দাম ধরাছোঁয়ার বাইরে। যেহেতু খাদ্যপণ্যের মূল্য বেড়েছে, বাংলাদেশের যেন সে অবস্থা না হয়, এক ইঞ্চি জমিও আমরা অনাবাদি রাখব না। অনাবাদি জমি চাষের আওতায় আনব। খাদ্য উৎপাদন করব। দরকার হলে অন্য দেশকে সাহায্য করব।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, মিঠামইনের দুর্গম এলাকার মানুষের ভাগ্যোন্নয়নে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ নিরলস পরিশ্রম করেছেন। সে জন্য তার নামে এই সেনানিবাস করা হয়েছে।

  • শেয়ার করুন