৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ২:৫৭

অসভ্যতা না করলে আমিও চেঁচাবো না: তাপসী

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২২

  • শেয়ার করুন

তাপসী পান্নুর মেজাজ সম্পর্কে বলিউডের প্রায় সবারই জানা। বেশ রাগী স্বভাবের। তাকে কেউ বিরক্ত করলে ছেড়ে কথা বলেন না। সরাসরি শুনিয়ে দেন কয়েকটা কথা। এই বিষয় সাংবাদিকরাও জানেন।

তাই তো দিওয়ালির একটি অনুষ্ঠানে যখন চিত্রগ্রাহকরা তার ছবি তুলতে যাবেন তখন কেউ একজন তাপসীকে বলে উঠলেন, আজ রেগে যাবেন না প্লিজ।

এসময় হেসে তাপসী পান্নু বলেন, অসভ্যতা না করলে আমিও চেঁচাবো না। এটা সহজ ব্যাপার।

মূলত পাপারাৎজিদের নিয়ে বিরক্ত তাপসী পান্নু। প্রায় সময় পাপারাৎজিদের ওপর রেগে যান তিনি।

সম্প্রতি থ্রিলার ছবি ‘দোবারা’য় দেখা গেছে তাপসীকে। সামনে শাহরুখ খানের সঙ্গে ‘ডাংকি’ ছবিতে তাকে দেখা যাবে।

  • শেয়ার করুন