প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৩
সারা দেশে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় অসহায় ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে ঢাকা মহানগর উত্তর যুবলীগ। আজ রোববার রাজধানীর মিরপুরের শেখ রাসেল শিশু উদ্যানে ঢাকা মহানগর যুবলীগ উত্তরের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সহস্রাধিক অসহায় ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল ও সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী, সহসম্পাদক সামিউল আমিন, কার্যনির্বাহী সদস্য নূর হোসেন সৈকত।
শেখ নাঈম বলেন, বিএনপি-জামায়াত সব সময় এ দেশের সাধারণ মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে, দেশকে নিয়ে ষড়যন্ত্র করেছে। তারা কখনো সাধারণ মানুষের পাশে দাঁড়ায়নি। যুবলীগ সবসময় মানুষের পাশে ছিল, আছে ও থাকবে।
তিনি বলেন, ‘করোনা মহামারিতে অসহায় মানুষের পাশে ছিল যুবলীগ। বিনামূল্যে ওষুধ বিতরণ, মাস্ক বিতরণ, ফ্রি অক্সিজেন সেবা, ফ্রি অ্যাম্বুলেন্স সেবাসহ অসহায় কৃষকের ধান কেটে দিয়েছে যুবলীগ। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের মধ্যে শীতবস্ত্র উপহার হিসেবে দিতে এসেছি। যুবলীগ সব সময় মানুষের পাশে ছিল এটাই তার প্রমাণ।
‘আপনাদের প্রতি আমার অনুরোধ, আগামী দিনে নির্বাচনে বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং বিএনপি-জামায়াতের সব ষড়যন্ত্রের বিষয়ে সজাগ থাকবেন।’