প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৩
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপির জনসম্পৃক্ত চলমান আন্দোলনে সরকার ও সরকারি দলের নেতাকর্মীরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে। সে কারণে বিএনপিকে প্রতিহত করার ঘোষণা দিয়েছে সরকার। বিএনপির জন্য এর চেয়ে গর্বের আর কিছুই হতে পারে না। তবে আপনাদের (আওয়ামী লীগ) প্রতিহত করার মতো শক্তি এবং সামর্থ্য বিএনপি রাখে। বিএনপির নেতাকর্মীরা খুন-গুম, গ্রেপ্তারের ভয় পায় না। গতকাল বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে ‘গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন’-এর উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ হয়। বিএনপির কেন্দ্রীয় সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির আমান উল্লাহ আমান, রকিবুল ইসলাম বকুল, রফিকুল আলম মজনু, স্বেচ্ছাসেবক দলের রাজিব আহসান, মহিলা দলের আফরোজা আব্বাস, জাসাসের হেলাল খান প্রমুখ।
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হওয়ার অবস্থা সংবিধানে নেই—আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এ বক্তব্যের প্রসঙ্গ টেনে মির্জা আব্বাস বলেন, সংবিধানের বাইরে যেতে হবে না। আমরা চাই, যে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ছিল, সেই সংবিধানই আপনারা করবেন। এখন যে সংবিধান আছে, সেটা নয়। যেই সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে দেওয়া হয়েছিল, সেই সংবিধান অনুযায়ী নির্বাচন হবে।