৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ৮:৪৭

আওয়ামী লীগের সঙ্গে বৈঠকে বসেছে ইইউ প্রতিনিধি দল

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৩

  • শেয়ার করুন

ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করবে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল। শনিবার (১৫ জুলাই) দুপুর ১২টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

বৈঠকে আওয়ামী লীগের পক্ষে নেতৃত্ব দেবেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এর আগে সকালে বিএনপির সঙ্গে বৈঠক করে প্রতিনিধি দলটি। সকাল ৯টায় বৈঠকটি শুরু হয় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে, যা চলে সাড়ে ১০টা পর্যন্ত।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এর জন্য ছয় সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচনের আগে অবস্থা পর্যবেক্ষণ করতে ১৫ দিনের সফরে বাংলাদেশে এসেছে।

গত রোববার প্রতিনিধি দলটি ঢাকায় আসে। তাদের আগামী ২৩ জুলাই পর্যন্ত ঢাকায় অবস্থান করার কথা রয়েছে। এরই মধ্যে প্রতিনিধি দলটি সরকারের কয়েকজন উচ্চপর্যায়ের সদস্য, নিরাপত্তা কর্মকর্তা, অ্যাটর্নি জেনারেলসহ অনেকের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করেছে।

  • শেয়ার করুন