৯ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার,সকাল ১০:৪১

আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে আজ

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২২

  • শেয়ার করুন

আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে যোগ দেবেন ভারত, যুক্তরাষ্ট্র, রাশিয়াসহ ১৯ দেশের রাষ্ট্রদূত, মিশনপ্রধান ও তাদের প্রতিনিধিরা।

আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনটি অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ গতকাল শুক্রবার রাতে এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সম্মেলনে আওয়ামী লীগের পক্ষ থেকে ঢাকায় কর্মরত বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার সব রাষ্ট্রদূত ও মিশনপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে। কূটনীতিকদের বেশিরভাগই বড়দিনের ছুটিতে দেশের বাইরে আছেন। ১৯ দেশের রাষ্ট্রদূত ও তাদের প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন বলে নিশ্চিত করেছেন।

জানা গেছে, ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার, রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভিকেনতিয়েভিচ মান্টিটোস্কি, ভিয়েতনামের রাষ্ট্রদূত ফাম বিয়েত চিয়েন, আলজেরিয়ার লাবাহ লারবি, উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত পাক সঙ ইয়ুপ সম্মেলনে অংশ নেবেন। এ ছাড়া ভারত, যুক্তরাষ্ট্র, চীন, নেপাল, ভুটান, ইন্দোনেশিয়া, ইতালি, দক্ষিণ কোরিয়া, সুইডেন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও থাকবেন। আজ শনিবার সকাল ১০টায় শুরু হবে সম্মেলন। সম্মেলন মঞ্চে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, উপদেষ্টা পরিষদ সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্যরা থাকবেন।

  • শেয়ার করুন