১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,সকাল ৯:১২

আগামীকাল রাষ্ট্রপতি প্রার্থী নির্ধারণ করতে পারে আওয়ামী লীগ

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৩

  • শেয়ার করুন

বর্তমান রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের পর আগামীকাল পরবর্তী রাষ্ট্রপতি প্রার্থী নির্ধারণ করতে পারে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এদিন দলটির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করার কথা রয়েছে।

কাল মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় সংসদে সরকারি দলের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উল্লেখ্য, ২৪ এপ্রিল রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের মেয়াদ শেষ হবে। এর আগে ১৯ ফেব্রুয়ারি দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। ১২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি পদে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা ও ১৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।

রাষ্ট্রপতি পদে একাধিক প্রার্থী থাকলে ১৯ ফেব্রুয়ারি জাতীয় সংসদে ভোট গ্রহণ হবে। সংসদ সদস্যরা ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করেন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদের উপনেতা মতিয়া চৌধুরী জানান, আগামীকালের বৈঠকে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী ঠিক করার বিষয়টি আসতে পারে।

তিনি জানান, কাকে সমর্থন দেওয়া হবে, তা এখনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত নামগুলোর কোনো ভিত্তি নেই বলেও জানান এই নেত্রী।

  • শেয়ার করুন