১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ৮:০১

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থীদের আমলনামা দেখে মনোনয়ন দেওয়া হবে:প্রধানমন্ত্রী

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৩

  • শেয়ার করুন

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থীদের আমলনামা দেখে মনোনয়ন দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় এ কথা বলেন তিনি।

এদিন জাতীয় সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে দল ও সরকারের প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। রাত ৮টায় শুরু হয়ে প্রায় দেড় ঘণ্টা চলে সভা।

সভায় প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণের সঙ্গে যাদের সুসম্পর্ক রয়েছে, যারা জনগণের পাশে দাঁড়ায়, তারাই মনোনয়ন পাবেন। আর যাদের সঙ্গে এলাকার মানুষের সুসম্পর্ক নেই, তাদের মনোনয়ন দেওয়া হবে না। সংসদ সদস্য হতে হলে অবশ্যই জনগণের জন্য কাজ করতে হবে।’

বিরোধীদলের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, ‘নিয়মতান্ত্রিক আন্দোলন করলে কোনো বাধা দেওয়া হবে না। তবে আন্দোলনের নামে ২০১৩-১৪ ও ২০১৫ সালের মতো সহিংসতা এবং অগ্নিসন্ত্রাস করলে আইনানুগ ব‌্যবস্থা নেওয়া হবে এবং তাদের কঠোর হস্তে দমন করা হবে।’

একই সঙ্গে বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরার পরামর্শ দিয়ে বিরোধীদলের অপপ্রচারের বিরুদ্ধে জনগণকে সচেতন করতে দলের এমপিদের আরও তৎপর হতে বলেন প্রধানমন্ত্রী।

  • শেয়ার করুন