৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,সকাল ৯:১০

আগামী ১০ ডিসেম্বর চাঁদপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২২

  • শেয়ার করুন

আগামী ১০ ডিসেম্বর চাঁদপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ গতকাল মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, ‘মঙ্গলবার ঢাকায় চাঁদপুর জেলা আওয়ামী লীগের সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের বিভাগীয় সাংগঠনিক টিমের সভায় এ সিদ্ধান্ত হয়। আগামী নির্বাচন সামনে রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

‘জেলা আওয়ামী লীগের সম্মেলনের আগে ৬ ডিসেম্বর চাঁদপুর সদর ও পৌর আওয়ামী লীগের সম্মেলন। এ ছাড়া ২৫ নভেম্বর হাজীগঞ্জ, ২৬ নভেম্বর শাহরাস্তি, ৫ ডিসেম্বর হাইমচর ও ৮ ডিসেম্বর কচুয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হবে।’

 

নাছির জানান, ওই সভায় ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল-মাহমুদ স্বপন, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী।

  • শেয়ার করুন