প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২২
জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ হবে এবং দলের সিদ্ধান্ত অনুযায়ী সেটা নয়া পল্টনেই হবে। মামলা-হামলা, গ্রেপ্তার করে এ সমাবেশকে বন্ধ করা যাবে না।
তিনি বলেন, আমরা সরকারের কোনো ফাঁদে পা দেব না। সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সমাবেশ করব। সব বাধা পেরিয়ে ঢাকার সমাবেশে জনতার ঢল নামবে। ওইদিন ঢাকা জনসমুদ্রে পরিণত হবে।
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর যুবদলের আওতাধীন মোহাম্মদপুর, তেজগাঁও, গুলশান ও বাড্ডা জোনের এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মুন্না। ঢাকায় আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠেয় বিএনপির গণসমাবেশ সফল করার লক্ষ্যে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
ঢাকা মহানগর উত্তর যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম মিল্টনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোস্তফা জগলুল পাশা পাপেলের সঞ্চালনায় প্রস্তুতি সভায় যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারসহ মহানগর উত্তর ও থানা কমিটির নেতারা বক্তব্য দেন।