৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,সন্ধ্যা ৬:০৫

আগামী ১০ ডিসেম্বর ঢাকার সমাবেশকে দেশের জনগণের মুক্তির,শামা ওবায়েদ ইসলাম

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২২

  • শেয়ার করুন

আগামী ১০ ডিসেম্বর ঢাকার সমাবেশকে দেশের জনগণের মুক্তির, খালেদা জিয়ার মুক্তির ও গণতন্ত্র ফিরিয়ে আনার সমাবেশ বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম।

 

গতকাল মঙ্গলবার রাতে মাদারীপুরের রাজৈরের টেকেরহাট এলাকায় রাজৈর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এম মহিউদ্দিন হাওলাদারের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

 

মনি হাওলাদার স্মৃতি সংসদের প্রধান উপদেষ্টা আলহাজ শামচুল হক হাওলাদারের সভাপতিত্বে ও জীবন বোসের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সহগণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া, সদস্য সচিব জাহান্দার আলী জাহান, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, জেলা ছাত্রদলের আহ্বায়ক জাকির হোসেনসহ অন্যান্য নেতাকর্মী।

  • শেয়ার করুন