প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২২
দিনাজপুর খানসামা উপজেলার আত্রাই নদী থেকে পঞ্চগড়ের বোদায় নৌকাডুবিতে নিখোঁজ চার নারীর লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত খানসামার আত্রাই নদীর ফরিদাবাদ ও জিয়া সেতুর নিচ থেকে দুপুর পর্যন্ত চার নারীর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা।
দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মনজিল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা আত্রাই নদীর বিভিন্ন এলাকায় মরদেহ সন্ধান অব্যাহত রেখেছে।
তিনি বলেন, দিনাজপুরের ওপর দিয়ে প্রবাহিত আত্রাই নদী করতোয়া নদীর একটি অংশ।
উল্লেখ্য, পঞ্চগড়ের বোদা উপজেলায় ইঞ্জিনচালিত নৌকা ডুবে এখন পর্যন্ত ৩৪ জনের মৃত্যু হয়েছে।