৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১:৪৬

আন্দামান দ্বীপপুঞ্জে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প

প্রকাশিত: জুলাই ২৯, ২০২৩

  • শেয়ার করুন

বঙ্গোপসাগরে অবস্থিত ভারতীয় দ্বীপপুঞ্জ আন্দামান-নিকোবরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ৫ দশমিক ৯ বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।

শনিবার (২৯ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিরে থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পোর্ট ব্লেয়ার থেকে ১২৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৬৯ কিলোমিটার।

স্থানীয় সময় ১২টা ৫৩ মিনিটে ভূপৃষ্ঠের ৬৯ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি বলে জানিয়েছে তারা।

প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা সুনামি সতর্কতার খবর পাওয়া যায়নি।

  • শেয়ার করুন