১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ৯:৪৯

আবারও করোনায় আক্রান্ত আইসিটি প্রতিমন্ত্রী

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৩

  • শেয়ার করুন

আবারও করোনায় আক্রান্ত হয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আজ সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন প্রতিমন্ত্রী।

পলক জানান, মন্ত্রিপরিষদের সভায় অংশ নিতে করোনা পরীক্ষা করা হলে তার ফলাফল পজিটিভ আসে। পেজের পোস্টে পলক লেখেন, আজ মন্ত্রিপরিষদ সভা থাকায় গতকাল করোনার নমুনা পরীক্ষা করেছিলাম। নমুনা পরীক্ষায় আমার করোনা পজিটিভ রেজাল্ট এসেছে। বর্তমানে আমি বাসায় আইসোলেশনে আছি।

বিগত কয়েক দিন যারা তার সংস্পর্শে এসেছিলেন, তাদেরও করোনা পরীক্ষা করে স্বাস্থ্যবিধি মেনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন পলক।

প্রসঙ্গত, গেল বছরের জানুয়ারিতে সপরিবারে করোনা আক্রান্ত হয়েছিলেন পলক।

  • শেয়ার করুন