প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২২
রাজধানী ইসলামাবাদ অভিমুখে আবারও লংমার্চের ডাক দিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। আগাম নির্বাচনের দাবিতে ২৮ অক্টোবর শুক্রবার দেশটির পূর্বাঞ্চলীয় শহর লাহোর থেকে এই বিক্ষোভ মিছিল বের করার ঘোষণা দিয়েছেন তিনি।
গতকাল মঙ্গলবার লাহোরে সংবাদ সম্মেলনে ইমরান খান জানান, শুক্রবার স্থানীয় সময় সকাল ১১টায় লাহোরের লিবার্টি স্কয়ার থেকে ইসলামাবাদ পর্যন্ত লংমার্চ করবে তার দল। সেই সময় তার সমর্থকদের সঙ্গে থাকবেন তিনি। ইমরান খান বলেন, এই লংমার্চের মধ্য দিয়ে আমরা সরকারকে কঠোর বার্তা দিতে চাই। অবিলম্বে নির্বাচন ঘোষণা করতে হবে।
গত ২১ অক্টোবর রাষ্ট্রীয় কোষাগারে উপহার জমাদান-সংক্রান্ত মামলায় ইমরান খানের সংসদ সদস্যপদ বাতিল করে পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি)। সেই রায়ের বিরুদ্ধে আপিল করেন ইমরান খান। কিন্তু স্থানীয় হাইকোর্ট তার সেই আপিল খারিজ করে দেন। সে সময় গুজব ছড়ায়, আগামী পাঁচ বছরের জন্য নির্বাচনে অংশ নিতে পারবেন না পিটিআই চেয়ারম্যান। তবে আদালতের বিচারপতি জানিয়েছেন, নির্বাচনে অংশ নিতে ইমরানের কোনো বাধা নেই।