প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২২
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার একটি আবাসিক হোটেল থেকে মো. হিমেল (২২) নামে এক বিদেশফেরত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
পারিবারিক সূত্রে জানা যায়, মতলব উত্তর উপজেলার নাউরী গ্রামের খোকন প্রধানের ছেলে মো. হিমেল। কয়েক বছর ধরে তিনি মধ্যপ্রাচ্যের একটি দেশে শ্রমিকের কাজ করতেন। কয়েকদিন আগে বাংলাদেশে আসলে বাড়ি না গিয়ে শনিবার সকালে মতলব বাজারে আজমীর হোটেলে একটি কক্ষ ভাড়া নেন এবং ওই দিনই এসএসসি পরীক্ষার্থী ছোট বোনের সঙ্গে দেখা করেন।
বোনকে পরীক্ষাকেন্দ্রে পাঠিয়ে বেলা ১১টায় ‘আজমেরী’ আবাসিক হোটেলের ১৯ নম্বর কক্ষ অবস্থান করেন। কক্ষটির ভেতর ঢোকার পর আর বের হননি।
হোটেল সূত্র জানা যায়, রোববার ১৮ সেপ্টেম্বর দুপুর পর্যন্ত ওই কক্ষ বন্ধ থাকায় হোটেলের এক কর্মচারী সেখানে তাকে ডাকাডাকি করলেও সাড়াশব্দ না পেয়ে মতলব দক্ষিণ থানাকে অবগত করলে পুলিশ এসে কক্ষটির দরজা ভেঙে দেখেন খাটের ওপরে ওই তরুণের লাশ পড়ে আছে। সেখান থেকে রোববার বিকালে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মতলব দক্ষিণ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া জানান, ওই তরুণের লাশে কোনো আঘাতের চিহ্ন নেই। তবে লাশটির পাশে একটি ছোট্ট বোতল পাওয়া গেছে। ময়নাতদন্তে জানা যাবে মৃত্যু রহস্য। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।