১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,বিকাল ৫:৫০

আমরা সব সময় চেষ্টা করি, আমাদের ধর্মের সম্মান যেন আরও উন্নত হয়: প্রধানমন্ত্রী

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৩

  • শেয়ার করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা সব সময় চেষ্টা করি, আমাদের ধর্মের সম্মান যেন আরও উন্নত হয়। বাংলাদেশে প্রতিটি ধর্মের মানুষ যেন নিজ নিজ ধর্ম নিশ্চিতভাবে পালন করতে পারে, সেই ধর্মীয় স্বাধীনতা যেন নিশ্চিত থাকে—এটিই আমরা বিশ্বাস করি। আমরা যেন ধর্মীয় সহিষ্ণুতা দেখাই।

 

সারা দেশে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে যুক্ত হয়ে এসব কথা বলেন শেখ হাসিনা। আজ সোমবার দুপুর ১২টার দিকে এ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন তিনি।

 

মসজিদের ইমাম-খতিবদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সমাজে যেসব অসংগতি রয়েছে—মাদকাসক্তি, নারীর প্রতি সহিংসতা, বাল্যবিবাহ, গৃহকর্মীদের নির্যাতন, খাদ্যে ভেজাল, দুর্নীতি ইত্যাদি দূর করতে ইমাম ও খতিবদের প্রতি আমার অনুরোধ থাকবে। এসব বিষয় থেকে মানুষ যেন বিরত থাকে, সেগুলো আপনারা আপনাদের বয়ানের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরবেন। সন্ত্রাস, জঙ্গিবাদ থেকে যেন সব পরিবারের সন্তান বিরত থাকে, সে বিষয়ে সচেতনতা সৃষ্টিতে আপনারা অবদান রাখতে পারেন।’

 

আজ সোমবার দুপুরে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ও করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘এ অর্থনৈতিক মন্দা থেকে যেন বাংলাদেশ দূরে থাকে। সবার কাছে আমার আবেদন থাকবে, কোথাও যেন অনাবাদি জমি না থাকে।’

 

তিনি বলেন, ‘ব্যবসা-বাণিজ্য, শিল্প সবকিছু যেন ঠিকভাবে চলে সে জন্য আমরা শুরুর দিকেও প্রণোদনা দিয়েছি। কৃষক-শ্রমিকদেরও আমরা আর্থিকভাবে সহায়তা দিয়েছি। এ ছাড়া সমাজের নিম্নবিত্তদেরও আমরা খাদ্য সহায়তা দিয়েছি, বিনা পয়সায় টিকা দিয়েছি।’

  • শেয়ার করুন