৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ১২:৪০

আমাদের সমস্ত অর্জনগুলোকে ধ্বংস করে দিয়েছে সরকার: মির্জা ফখরুল

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২২

  • শেয়ার করুন

পল্লীর আভাস: ‘আওয়ামী লীগের আমলে যেসব নির্বাচন হয় সেগুলো সবচেয়ে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হয়’- প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই আওয়ামী লীগ সরকার ভোট চুরি করে জোর করে ক্ষমতায় বসে আছে। তারা আমাদের সমস্ত অর্জনগুলোকে ধ্বংস করে দিয়েছে।

তিনি বলেন, ‘আমরা স্বপ্ন দেখেছিলাম একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গঠন করবো। আমাদের দেশে গণতন্ত্র থাকবে। কিন্তু আজকে আমাদের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছে। পরপর দুটো ভোট ডাকাতির নির্বাচন করা হয়েছে।’

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর সবুজবাগে বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের জোন-২ আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘তারা (সরকার) মিথ্যাকে অতিক্রম করছে। এখন কথা বলার আর সময় নেই। আমাদেরকে কাজ করতে হবে। সেই কাজ হচ্ছে একটাই সমস্ত বাংলাদেশের মানুষকে একত্রিত করে এই সরকারের পতন ঘটানো।’

তিনি বলেন, ‘পাকিস্তানিরা আমাদের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। আমরা রক্ত দিয়ে সংগ্রাম করে তাদের কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি। আজকে এই সরকার বাংলাদেশকে আবার সেই অবস্থায় নিয়ে গেছে। আজকে তারা দেশের টাকা লুট করে এদেশের টাকা পাচার করে বিদেশে নিয়ে বাড়ি বানাচ্ছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘এই সরকার ভোলায় নুর আলম, আব্দুর রহিম ও নারায়ণগঞ্জে শাওনকে হত্যা করেছে। এই হত্যা করে আর বাংলাদেশের মানুষকে থামিয়ে রাখা যাবে না। বাংলাদেশের মানুষ এখন অপ্রতিরোধ্যভাবে এই সরকারের বিরুদ্ধে জেগে উঠেছে।’

এ সময় আরো বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সেলিমা রহমান, ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, সদস্য সচিব রফিকুল ইসলাম মজনু প্রমুখ।

  • শেয়ার করুন