৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ৯:১২

আমি স্টেডিয়াম চাই না, আমাদের খেলার মাঠ দরকার:পাপন

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২২

  • শেয়ার করুন

রাজধানীতে ক্রিকেট খেলার মাঠ নেই উল্লেখ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ও সংসদ সদস্য নাজমুল হাসান পাপন বলেছেন, আমি স্টেডিয়াম চাই না, আমাদের খেলার মাঠ দরকার। গতকাল সোমবার রাজধানীর গুলশান-২ নম্বরে শহীদ তাজউদ্দীন আহমদ স্মৃতি পার্কের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পাপন বলেন, ঢাকা শহরে ক্রিকেট খেলার মাঠ নেই। আমরা আগে আবাহনী মাঠে খেলতাম, গত ৮ বছর ধরে সেখানে খেলার কোনো সুযোগ নেই। আমরা ধানমন্ডি মাঠে খেলতাম, সেটিও গত ৭ সাত বছর ধরে বন্ধ। মিরপুরের স্টেডিয়াম ছাড়া ঢাকা শহরে ক্রিকেট খেলার একটিও মাঠ নেই। আমি স্টেডিয়াম চাই না, আমাদের মাঠ দরকার। কারণ আগে ক্রিকেট খেলত ঢাকা শহরের ছেলেরা। আর এখন জাতীয় দলে গত ৫-৭ বছরে ঢাকার কোনো ছেলে নেই। সব আসে গ্রামগঞ্জ থেকে। এটি ভালো; কিন্তু ঢাকার ছেলেমেয়েরা খেলবে না কেন? এর কারণ মাঠ নেই।

বিসিবি সভাপতি বলেন, প্রতিটি উপজেলায় স্টেডিয়াম করা হচ্ছে। আমার উপজেলায় একটি জায়গা ছিল, মাঠ ছিল। বিকেল হলেই ছোট ছেলেমেয়েরা সেখানে খেলাধুলা করত। এখন সেখানে স্টেডিয়াম করে তালা মেরে রেখেছে। গত চার বছরে সেখানে কেউ ঢুকতে পারে না। তাহলে স্টেডিয়াম করল কার জন্য? এই বিষয়গুলো আমাদের দেখা উচিত।

অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, সিমিন হোসেন রিমি, এ কে এম রহমতুল্লাহ, রাজউক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা প্রমুখ।

 

  • শেয়ার করুন