প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৩
প্রকাশিত:
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৪ জানুয়ারি (মঙ্গলবার) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে মিলাদ ও দোয়া আয়োজন করে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপি।
দিবসটি উপলক্ষে সারাদিন ব্যাপি বিএনপি ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে পবিত্র কুরআন খতম, বনানীর কবরস্থান জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিল, দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ এবং শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণের কর্মসূচি পালন করেছে দলটি।
মিলাদ ও দোয়া মাহফিলে স্হায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, সেলিমা রহমান, ভাইস প্রেসিডেন্ট মীর নাছির উদ্দীন, এ জেড এম জাহিদ হোসেন, বরকত উল্লাহ বুলু, মোঃ শাহজাহান, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান সোহেল, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমান,জয়নাল আবেদীন ফারুক, আবুল খায়ের ভূঁইয়া, বিএনপির কেন্দ্রীয় নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, এমরান সালেহ প্রিন্স, জহির উদ্দিন স্বপন, নাজিম উদ্দীন আলম, মহিলা দলের আফরোজা আব্বাস, সুলতানা আহম্মেদ, ঢাকা মহানগর বিএনপির আনোয়ারুজ্জামান আনোয়ার, চেয়ারম্যান আতাউর রহমান, বিএনপি নেতা এম কফিল উদ্দিন আহমেদ, মহানগরী সদস্য আকবর হোসেন নান্টু, হাজী মোঃ নাজিম, সোহেল রহমান, হাজী মোঃ ইউসুফ এ্যাড আক্তারুজ্জামান , শুনশান থানা বিএনপির সাবেক সভাপতি ফারুক হোসাইন ভূইয়া, ঢাকা মহানগরীর যুবদলের জাহিদ হোসেন মোড়ল, ঢাকা মহানগরী মহিলা দলের এ্যাড রুনা লায়লা রুনা সহ বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।