৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১:৪৪

আশুলিয়া থানায় ছাত্রলীগের নেতৃত্ব পেয়ে বেপরোয়া খলিল প্রধান

প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২২

  • শেয়ার করুন

আশুলিয়া থানা ছাত্রলীগের সহ-সভাপতি পদ পেয়ে মো: খলিল প্রধান নামের এক নেতা বেপরোয়া হয়ে উঠেছেন বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি আশুলিয়া থানা ছাত্রলীগের সহ-সভাপতি পদ পাওয়ার পর বিভিন্ন সন্ত্রাসী ঘটনার সঙ্গে জড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে তিনি প্রকাশ্যে চাঁদাবাজি করে বেড়াচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়রা জানান, মোঃ খলিলুর রহমান বিবাহিত। এমনকি তার নেতৃত্বে এলাকায় কিশোর গ্যাং সদস্যরাও বেপরোয়া।সম্প্রতি খলিলের নেতৃত্বে সন্ত্রাসীরা স্থানীয় ব্যবসায়ী মো: কাইয়ুম কে জখম করে। এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়। এছাড়াও অন্যান্য ভুক্তভোগীরা ইতোমধ্যেই তার বিরুদ্ধে লিখিত অভিযোগও জমা দিয়েছেন।
স্থানীয় বিএনপি নেতাদের সাথে তার পরিবারের রয়েছে ঘনিষ্ঠতা। স্থানীয় ইন্টারনেট ব্যবসায়ী নুরুল ইসলাম নয়ন বলেন, আমি প্রায় ১০ বছর ধরে এলাকায় সুনামের সাথে ইন্টারনেট ব্যবসা করে যাচ্ছি। সম্প্রতি আশুলিয়া থানা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ খলিল প্রধান আমার ব্যবসা দখলের পাঁয়তারা করে।
এমনকি প্রকাশ্যে তার দলবল চাঁদা দাবি করে। আমাদের উপর হামলা করে। ব্যবসা দখল করতে না পেরে সন্ত্রাসী খলিল নিজেই তার অফিস ভাঙচুর করে। তার অফিস ভাঙচুরের ঘটনায় আমাকে ফাঁসানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে সে। খলিল মূলত ছাত্রদলের সদস্য ছিল। সে কখনোই ছাত্রলীগের কর্মী ছিল না।
এসব অভিযোগের বিষয়ে যোগাযোগ করা হলে আশুলিয়া থানা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ খলিল প্রধান কে ফোনে পাওয়া যায়নি।

  • শেয়ার করুন