প্রকাশিত: জুন ২, ২০২৩
আওয়ামী লীগ ক্ষমতাসীন হওয়ার পর থেকে রাষ্ট্র-সমাজের স্থিতি ভেঙে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলার আহ্বায়ক খায়রুল কবির খোকন ও তার স্ত্রীর নামে মামলা এবং তাদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ বিবৃতি দেওয়া হয়।
বিবৃতিতে ফখরুল বলেন, আওয়ামী লীগ ক্ষমতাসীন হওয়ার পর থেকে রাষ্ট্র-সমাজের স্থিতি ভেঙে ফেলেছে। সারা দেশের মতো নরসিংদী শহর এখন সরকারি সন্ত্রাসের অভয়ারণ্য। সেখানে সরকারের মদদপুষ্ট সন্ত্রাসীরা বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে এক রক্তাক্ত নগরীতে পরিণত করেছে। এরই মধ্যে সুপরিকল্পিতভাবে বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক ছাত্রনেতা খায়রুল কবির খোকন এবং তার সহধর্মিণী শিরিন সুলতানার নামে মিথ্যা মামলা দিয়ে এক অবরুদ্ধ পরিস্থিতি তৈরি করা হয়েছে। গত বুধবার তাদের নরসিংদীর বাড়ি আগুনে পুড়িয়ে দিয়েছে আওয়ামী দুষ্কৃতকারীরা।
খোকন ও শিরিনের নামে মামলা প্রত্যাহারসহ তাদের বাড়ি পোড়ানোর ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির আহ্বান জানান মির্জা ফখরুল।
আন্দোলনের ভয়ে নেতাদের আটক রেখেছে সরকার: রিজভী
গতকাল বিকেলে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন দিন দিন বেগবান হচ্ছে। এই আন্দোলন করতে গিয়ে আমাদের অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, পঙ্গুত্ববরণ করেছে অনেক নেতাকর্মী। তবু আমাদের আন্দোলন থেমে নেই। সরকার ভয় পাচ্ছে বলেই বিএনপি নেতা রফিকুল আলম মজনু, যুবদল নেতা আব্দুল মোনায়েম মুন্না, গোলাম মওলা শাহিনকে আটক করে রেখেছে। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক গোলাম মওলা শাহিনের জামিন হওয়া সত্ত্বেও কারাফটক থেকে আটকের প্রতিবাদে এই সংবাদ সম্মেলন হয়। রিজভী বলেন, জামিন হওয়া সত্ত্বেও শাহিনের কারাগার থেকে বের না হওয়া নজিরবিহীন ঘটনা।