৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ১০:৩৬

ইঁদুর মারা ফাঁদে কৃষকের মৃত্যু

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৩

  • শেয়ার করুন

নোয়াখালীর চাটখিলে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে আটকা পড়ে মো. তারেক (২০) নামের এক তরুণ নিহত হয়েছে। গতকাল রোববার এ ঘটনা ঘটে।

নিহত তারেক ৭ নম্বর হাটপুকুরিয়া-ঘাটলাবাগ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বক্তারপুর হাজী বাড়ির অটোরিক্সা চালক শামসুল আলমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ৮টার দিকে তারেক তার বন্ধুদের নিয়ে ধানক্ষেতের পাশদিয়ে যাওয়ার পথে অন্ধকারে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে পড়ে যায়। এ সময় বন্ধুদের চিৎকার শুনে স্থানীয়রা এসে উদ্ধার করে তারেককে। পরে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে কে বা কারা এই বৈদ্যুতিক ফাঁদ পেতেছেন তা জানা যায় নি।

চাটখিল থানার ওসি মো. গিয়াস উদ্দিন জানান, ঘটনাটি তিনি শুনেছেন। এখন পর্যন্ত কেউ থানায় কোনো অভিযোগ করেননি।

  • শেয়ার করুন