৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার,সন্ধ্যা ৬:৪৬

ইত্যাদির একটি বিশেষ পর্ব পুনঃপ্রচার হবে আজ

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২২

  • শেয়ার করুন

বান্দরবানের পর্যটনকেন্দ্র নীলাচলে ধারণ করা ইত্যাদির একটি বিশেষ পর্ব পুনঃপ্রচার হবে আজ। দীর্ঘদিন রোগে ভোগার পর প্রয়াত বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান এ পর্বের একটি নাট্যাংশের মাধ্যমে প্রথম টিভি ক্যামেরার সামনে আসেন।

 

তার সঙ্গে ছিলেন আরেকজন বর্ষীয়ান অভিনেতা জনাব মাসুদ আলী খান। প্রযোজনা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন জানিয়েছে, অনুষ্ঠানটির এ পর্বে রয়েছে বান্দরবানের ইতিহাস, ঐতিহ্য এবং পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থানগুলোর ওপর তথ্যভিত্তিক প্রতিবেদন, পার্বত্য এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠী চঞ্চল কান্তি চাকমার ব্যক্তি উদ্যোগে বয়স্ক ভাতা চালুর ওপর একটি প্রতিবেদন, বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার বীরেন্দ্রনাথের মাতৃভক্তির ওপর একটি মানবিক প্রতিবেদন, পৃথিবীর কয়েকটি গুরুত্বপূর্ণ সমুদ্রসৈকতের পরিবেশের ওপর একটি সচেতনতামূলক প্রতিবেদন, ভারতের তামিলনাড়ু রাজ্যের পাথরনগরী বলে খ্যাত মামাল্লাপুরামের কিছু স্মৃতিস্তম্ভের ওপর সচিত্র প্রতিবেদন।

 

অনুষ্ঠানে সংগীতশিল্পী আঁখি আলমগীর ও মান মান সিংয়ের কণ্ঠে রয়েছে একটি গান। আরও রয়েছে বিভিন্ন সামাজিক অসংগতি ও সমসাময়িক ঘটনা নিয়ে কয়েকটি বিদ্রুপাত্মক নাট্যাংশ। অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। এটি বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে আজ রাত ৮টার বাংলা সংবাদের পর একযোগে প্রচার হবে।

  • শেয়ার করুন