৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার,দুপুর ১২:৩৯

ইন্দোনেশিয়ায় বৃষ্টি-ভূমিধসে নিহত ১৫, নিখোঁজ ৫০

প্রকাশিত: মার্চ ৭, ২০২৩

  • শেয়ার করুন

দক্ষিণ চীন সাগরের পাশে, ইন্দোনেশিয়ার নাতুনা অঞ্চলে প্রবল বৃষ্টি ও ভূমিধসে অন্তত ১৫ জন নিহত এবং ৫০ নিখোঁজ হয়েছেন।

দেশটির জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার (বিএনপিবি) ছবি ও ভিডিওতে দেখা যায়, ভূমিধসের পর পানিপ্রবাহ বনাঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে এবং প্রত্যন্ত সেরাসান দ্বীপের বাড়িঘরের ধ্বংসাবশেষ কাদামিশ্রিত পানিতে ভেসে যাচ্ছে। খবর আলজাজিরার।

এ ছাড়া গতকাল সোমবারের এই দুর্ঘটনায় ভেঙে যাওয়া ঘরের ছাদের ধাতব ও গাছের ডালপালাও ওই কাদামিশ্রিত পানিতে দেখা গেছে।

বিএনপিবি এক টুইটে বলেছে, ভূমিধসের স্থানে বৃষ্টি অব্যাহত থাকায় অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালানো দুঃসাধ্য হয়ে উঠেছে। এ ছাড়া এলাকাটির সঙ্গে যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

নাতুনা অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান আবদুল রহমান বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, এই দুর্ঘটনায় ১৫ জন নিহত ও ৫০ জন নিখোঁজ রয়েছেন।

রিয়াউ দ্বীপপুঞ্জের দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র জুনাইনাহ বলেছেন, আবহাওয়া বদলে যাচ্ছে। তীব্র বেগে বাতাস বইছে। জোয়ারে উঁচু ঢেউ আছড়ে পড়ছে।

  • শেয়ার করুন