৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সন্ধ্যা ৭:৩৬

ইরাকের নতুন প্রধানমন্ত্রী হিসেবে মোহাম্মদ শিয়া আল-সুদানি

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২২

  • শেয়ার করুন

দীর্ঘদিনের রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে ইরাকের নতুন প্রধানমন্ত্রী হিসেবে মোহাম্মদ শিয়া আল-সুদানিকে মনোনীত করেছেন দেশটির প্রেসিডেন্ট আবদুল লতিফ রশিদ। ইরান সমর্থিত দেশটির সবচেয়ে বড় শিয়া রাজনৈতিক জোটের নেতা হিসেবে তাকে এ পদে মনোনয়ন দেওয়া হয়েছে। খবর আলজাজিরার।

তবে আল-সুদানির এ মনোনয়ন প্রত্যাখ্যান করেছেন শক্তিশালী শিয়া নেতা মুকতাদা আল-সদর। আল-সদরের দল গত নির্বাচনে ভালো ফল করেছিল। তবে সরকার গঠনে ব্যর্থ হওয়ায় দলটিকে সংসদ থেকে প্রত্যাহার করা হয়। আগামী ৩০ দিনের মধ্যে আল-সুদানিকে নতুন সরকার গঠন করতে হবে, যা সংসদে নেতৃত্ব দিতে পারবে।

কে এই আল-সুদানি
১৯৭০ সালে আল-সুদানি জন্মগ্রহণ করেন। সাদ্দাম হোসেনের আমলে ইরান সমর্থিত ইসলামিক দাওয়া পার্টির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তার বাবাকে ফাঁসি দেওয়া হয়। সে সময় আল-সুদানির বয়স মাত্র ১০।

পরে সাদ্দাম হোসেনের পতনের আশায় ১৯৯১ সালে তিনি শিয়া বিদ্রোহে যোগ দেন। এ সময়ে অনেকে ইরাক থেকে পালিয়ে অন্য দেশে আশ্রয় নিলেও আল-সুদানি দেশেই থেকে যান।

ইরান-ইসরায়েল সম্পর্ক : বন্ধু থেকে যেভাবে হয়ে উঠল শত্রু
২০০৩ সালে ইরাকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে হামলায় সাদ্দাম হোসেনের ক্ষমতাচ্যুতির পর আল-সুদানি স্থানীয় ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। ২০০৪ সালে তিনি আমারাহ শহরের মেয়র হন এবং এরপর তার নিজ প্রদেশ মায়সানের গভর্নর হন।

পরে নুরি আল-মালিকি ও হায়দার আল-আবাদির সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন আল-সুদানি। এর মধ্যে ২০১০ থেকে ২০১৪ পর্যন্ত মানবাধিকারমন্ত্রী ও ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত শ্রম ও সামাজিকবিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

  • শেয়ার করুন