প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২২
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের শর্ত প্রতিপালনের তথ্য চেয়ে চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)। কিন্তু ৩৯টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে নির্ধারিত সময়ে সেই চিঠির জবাব দিয়েছে মাত্র ১৮টি। জবাব দিতে সময় চেয়েছে বিএনপিসহ তিনটি দল। আর কোনো জবাব দেয়নি ক্ষমতাসীন দল আওয়ামী লীগসহ ১৮টি দল।
ইসি সূত্র জানায়, নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছে এ সংক্রান্ত তথ্য চেয়ে গত ১৩ অক্টোবর চিঠি দেয় ইসি। ৩০ কার্যদিবসের মধ্যে এসব তথ্য দিতে বলা হয়েছিল। গতকাল বৃহস্পতিবার সে সময় শেষ হয়। চিঠিতে দলগুলোর কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ে অফিস; নির্বাচিত কমিটি ও সব স্তরে ৩৩ শতাংশ নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা হচ্ছে কিনা তার হালনাগাদ তথ্য চেয়েছিল ইসি।
ইসির জবাব দিয়েছে যে দল
ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), বাংলাদেশ তরীকত ফেডারেশন (বিটিএফ), বাংলাদেশ জাতীয় পার্টি, ইসলামী ঐক্যজোট (আইওজে), খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ, মুক্তিজোট, গণফোরাম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় পার্টি জেপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।
সময় চেয়েছে যে দল
৩১ ডিসেম্বর পর্যন্ত সময় চেয়েছে বিএনপি। আর তিন মাস সময় চেয়েছে বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) ও বাংলাদেশ কংগ্রেস। এ ছাড়া আওয়ামী লীগসহ বাকি দলগুলো কোনো তথ্য দেয়নি।
ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ কালবেলাকে বলেন, ২৩টি দলের কাছ থেকে জবাব পেয়েছে ইসি। এর বাইরে হয়তো কেউ কেউ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর আবেদন দিয়ে থাকতে পারেন। রোববার এ বিষয়ে নির্বাচন কমিশনে নথি তোলা হবে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।