৯ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার,সন্ধ্যা ৭:১৬

ঈদযাত্রার দ্বিতীয় দিনেও দেরিতে ছাড়ছে ট্রেন

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৩

  • শেয়ার করুন

ট্রেনে দ্বিতীয় দিনের ঈদযাত্রা চলছে আজ। প্রথম দিনের মতো আজও বিলম্বে যাত্রা শুরু হয়েছে। রাজশাহীগামী ‘ধূমকেতু এক্সপ্রেস’ আজ ছেড়েছে ৪০ মিনিট দেরিতে। ফলে পরবর্তী আন্তঃনগর ট্রেনগুলোও কিছুটা দেরি করে ছেড়েছে।

সকালে রাজধানীর প্রধান ঢাকা রেলওয়ে স্টেশন (কমলাপুর) ঘুরে এই চিত্র দেখা গেছে। এতে অনেক যাত্রীর মধ্যে বিরক্তি দেখা গেছে। তবে ঈদের সময় বিষয়টাকে স্বাভাবিক হিসেবে মনে করছেন বাকিরা।

সরেজমিনে দেখা গেছে, সিলেটগামী পারাবত এক্সপ্রেস ৬টা ২০ মিনিটে (সঠিক সময়ে); নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ২০ মিনিট বিলম্বে ৮টায়; চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস ৫৫ মিনিট বিলম্বে ৮টা ১০ মিনিটে; কিশোরগঞ্জগামী এগারো সিন্ধুর প্রভাতী ৭টা ২০ মিনিটে এবং দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস ১৫ মিনিট বিলম্বে ৭টা ৪৫ মিনিটে ঢাকা স্টেশন ছেড়ে গেছে।

চট্টগ্রামগামী এক যাত্রী বলেন, এখন থেকেই বিলম্বে চলছে ট্রেন। ঈদযাত্রার বাকি দিনে কী হবে? ২০/২৫ মিনিট বিলম্ব মেনে নেওয়া যায়। কিন্তু ঘণ্টার বেশি বিরক্তিকর বিষয়।

রেলওয়ে স্টেশনের এক কর্মকর্তা বলেন, চট্টগ্রাম রুটে সমস্যা হওয়ায় বিলম্ব হয়েছে। বাকি সব ট্রেন সঠিক সময়ে ঢাকা ছেড়ে যাচ্ছে। ২০/৩০ মিনিটকে বিলম্বে বলা যায় না।

  • শেয়ার করুন