৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,দুপুর ২:৪৪

উলিপুরে বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা দিল লিপি আক্তার

প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২২

  • শেয়ার করুন

কুড়িগ্রামের উলিপুরে বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা দিল লিপি আক্তার। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে উপজেলার বজরা ইউনিয়নের পশ্চিম বজরা এলাকায়।

 

লিপি বজরা এলকে আমিন ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

 

এলাকাবাসী জানান, এইচএসসি পরীক্ষার্থী লিপি আক্তারের বাবা নজির হোসেন নজু (৫৩) প্রায় ২০ দিন থেকে অসুস্থ ছিল। উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। পিতার মৃত্যুর খবরে মাথায় আকাশ ভেঙে পরে পরীক্ষার্থী লিপি আক্তারের। অনিশ্চিত হয়ে পড়ে তার পরীক্ষায় অংশ নেওয়া।

 

এদিকে বৃহস্পতিবার বেলা ১১টায় পৌরনীতি ও সুশাসন দ্বিতীয়পত্র পরীক্ষা ছিল তার। লিপির পরীক্ষা কেন্দ্র উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ। বাবার লাশ বাড়িতে রেখে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার আগেই চোখের জল মুছতে মুছতে কেন্দ্রে আসে সে। সহপাঠী, কলেজের শিক্ষক ও কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের সহযোগিতায় পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষা শেষে বাড়ি ফেরার পর বাবার লাশ দাফন করা হয় বলে জানিয়েছেন স্বজনরা।

 

বজরা এলকে আমিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ আহসান হাবীব রানা বলেন, আমরা লিপির বাবার মৃত্যুর খবর শুনে তাদের বাড়িতে গিয়ে তাকে সান্ত্বনা ও সাহস দিয়ে পরীক্ষা দিতে পাঠিয়েছি। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের বিষয়টি অবগত করেছি তারা সার্বক্ষণিক তার দিকে নজর রাখেন।

 

উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্র সচিব জাহাঙ্গীর আলম সরদার বলেন, ওই শিক্ষার্থীর পিতার মৃত্যুর বিষয়টি আমরা অবগত আছি। তাকে সান্ত্বনা ও উৎসাহ দিয়েছি পরীক্ষা দিতে। তবে তার জন্য কোনো বিশেষ ব্যবস্থায় পরীক্ষা নেওয়া হয়নি। সে সবার সঙ্গে স্বাভাবিকভাবেই পরীক্ষা দিয়েছে।

 

বজরা ইউনিয়ন পরিষদের সদস্য এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

  • শেয়ার করুন