প্রকাশিত: নভেম্বর ৭, ২০২২
এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে আগামী ২০ নভেম্বরের পরিবর্তে ১৯ নভেম্বর বিভাগীয় গণসমাবেশ করবে সিলেট বিএনপি। গতকাল রোববার দুপুরে নগরীর একটি হোটেলে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির এ তথ্য জানান।
তিনি বলেন, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে ১৯ নভেম্বর অনুষ্ঠিতব্য সমাবেশে ৪ লাখ লোকসমাগমের লক্ষ্য নিয়ে প্রচারণা চলছে। প্রথমে ২০ নভেম্বর সমাবেশের তারিখ ঘোষণা করা হয়েছিল। কিন্তু এসএমপির পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে পরীক্ষা চলাকালীন কেন্দ্রের পাশে মিছিল-সমাবেশ নিষিদ্ধের কথা জানানো হয়। তাই সমাবেশ এক দিন এগিয়ে নিয়ে আসা হয়েছে।
এক প্রশ্নের জবাবে মুক্তাদির বলেন, দেশের বিভিন্ন বিভাগীয় সমাবেশে নানাভাবে বাধা দেওয়া হয়েছে। তার পরও খেটে খাওয়া মানুষ চিড়া-মুড়ি সঙ্গে নিয়ে সমাবেশে যোগ দিয়েছেন। সিলেটে এসব করা হবে না বলে আমাদের বিশ্বাস।
জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেটের রাজনৈতিক পরিস্থিতি ভিন্ন। এখানে রাজনৈতিক সম্প্রীতির ঐতিহ্য রয়েছে। সিলেটবাসী সব সময় সহনশীল। তার পরও আমাদের দলের সব ধরনের প্রস্তুতি রয়েছে।
এ সময় জানানো হয়, দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এ গণসমাবেশের আহ্বান করা হয়েছে। এরই মধ্যে সমাবেশের অনুমতির জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ ও সিলেট সিটি করপোরেশনের অনুমতির আবেদন করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খালেদা জিয়ার উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম ও মিজানুর রহমান চৌধুরী প্রমুখ।