৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ৪:২০

একবার আমার মতো পাগলকে ভোট দিয়ে দেখেন: হিরো আলম

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৩

  • শেয়ার করুন

বগুড়ায় উপনির্বাচনে দুই আসনেই জমজমাট প্রচার চালাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনে পুরোদমে গণসংযোগ ও প্রচার চালাচ্ছেন তিনি।

নির্বাচনী প্রচারকালে হিরো আলম বলেন, ‘এতদিন জনগণ টাকাওয়ালা, ক্ষমতাবান, স্মার্ট, সুন্দর ও শিক্ষিতদের ভোট দিয়েছেন, একবার আমার মতো পাগলাকে ভোট দিয়ে দেখেন। ১০ মাসের জন্য সংসদে পাঠান, রাতারাতি হয়তো জনগণের ভাগ্য বদলে দিতে পারব না, তবে সংসদ সদস্য সম্পর্কে মানুষের ধারণা পাল্টে দেব।’

গতকাল রোববার সকাল থেকে সুসজ্জিত পিকআপভ্যান নিয়ে শহরের সাতমাথা, খান্দার, কইগাড়ি, চারমাথা, জলেশ্বরীতলা নবাববাড়ি সড়ক এলাকায় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে হিরো আলম প্রচার চালান। তার পিকআপভ্যানেই বানানো হয়েছে মিনি মঞ্চ। সেখানে প্যান্ডেলের সঙ্গে লাগানো হয়েছে মাইক। মাইকে বাজছে হিরো আলম ও একতারা প্রতীক নিয়ে নির্বাচনী গান। হিরো আলম বলেন, ‘ভোট অবাধ ও সুষ্ঠু হলে একতারা প্রতীকের জয় সুনিশ্চিত।’

এ সময় হিরো আলমকে দেখতে ভিড় করেন বিভিন্ন শ্রেণি-বয়সের মানুষ। তারা খোশগল্প করেন ও সেলফি তোলেন এ শিল্পীর সঙ্গে।

  • শেয়ার করুন