৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,সকাল ৬:৩৩

এক দিনে সর্বোচ্চ ডেঙ্গি রোগী হাসপাতালে, ২ জনের মৃত্যু

প্রকাশিত: জুন ৭, ২০২৩

  • শেয়ার করুন

গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৪৭ জন ডেঙ্গি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যা চলতি বছর এক দিনের সর্বোচ্চ সংখ্যা। এই সময়ে ঢাকা ও বরিশালে আরও দুই ডেঙ্গি রোগীর মৃত্যু হয়েছে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ১৪৭ জনের মধ্যে ১২৭ জন ঢাকার। আর বাকি ২০ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ বছর সব মিলিয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে, তাদের মধ্যে ৬ জন মারা গেলেন গত ৭ দিনে।

মে মাসে ১ হাজার ৩৬ জন ডেঙ্গি রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। জুনের শুরু থেকে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। বর্ষার আগেই বিভিন্ন হাসপাতালে ডেঙ্গি রোগীর সংখ্যা অন্যান্য বছরের চেয়ে এবার বেশি হওয়ায় ইতোমধ্যেই সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৪৮০ জন ডেঙ্গি রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪১১ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৬৯ জন ডেঙ্গি রোগী ভর্তি রয়েছেন।

এতে বলা হয়, চলতি বছর ডেঙ্গি আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ২ হাজার ৭২০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ১ হাজার ৯৯৭ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৭২৩ জন। ডেঙ্গি আক্রান্তদের মধ্যে চলতি বছর ২ হাজার ২২১ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। তাদের মধ্যে ঢাকায় ১ হাজার ৫৭১ জন এবং ঢাকার বাইরে ৬৫০ জন।

চলতি বছর ডেঙ্গি আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে। গত বছর (২০২২) ডেঙ্গিতে মোট ২৮১ জনের মৃত্যু ও মোট আক্রান্তের সংখ্যা ছিল ৬২ হাজার ৩৮২ জন। আক্রান্তদের মধ্যে ঢাকার বাইরে ছিলেন ২৩ হাজার ১৬২ জন। এর আগে ২০১৯ সালে দেশের ৬৪ জেলায় এক লাখের বেশি মানুষ ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে গিয়েছিলেন, যা এ যাবৎকালের সর্বোচ্চ। সরকারি হিসাবে সে বছর মৃত্যু হয়েছিল ১৬৪ জনের।

 

  • শেয়ার করুন