৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১:৫৪

এবার বলিউডে অভিষেক হতে চলেছে প্রয়াত অভিনেতা ইরফান খানের ছেলে বাবিল খানের

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২২

  • শেয়ার করুন

‘কালা’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হতে চলেছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রয়াত অভিনেতা ইরফান খানের ছেলে বাবিল খানের। অন্বিতা দত্ত পরিচালিত এই ছবির ট্রেলার এরই মধ্যে প্রকাশিত হয়েছে। সাইকোলজিক্যাল থ্রিলার নিয়ে তৈরি এই ছবিতে বাবিল ও তৃপ্তির সঙ্গে দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায়কেও।

 

তবে বলিউডে যখনই কোনো তারকা সন্তানের অভিষেক ঘটে, তখনই স্বজনপ্রীতির বিতর্কে বিদ্ধ হতে হয় তাদের। বাবিল অবশ্য সেসব বিতর্ক থেকে দূরে। তিনি সম্পূর্ণ কৃতিত্ব দিয়েছেন তার প্রয়াত বাবা ইরফান খানকে।

 

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বাবিল বলেছেন, ‘আমি জানি, আমি কার উত্তরাধিকার বহন করছি। তাই বুঝতেই পারছেন, কাঁধে গুরুদায়িত্ব আমার। আমি এমন একজন ব্যক্তি, কোনো কিছু করার বিষয়ে নিজের সেরাটা উজাড় করে দিতে চাই।’

 

ইরফান খান নিজের সময়কার প্রতিভাবান অভিনেতা ছিলেন। সে কারণে অনেক সুবিধা রয়েছে তার, এ বিষয়টি তিনি অস্বীকার করেননি। বাবিল বলেন, ‘বাবা শুধু তার কাজের দিকেই দৃষ্টি রাখতেন। অভিনয় দিয়ে দর্শক মনে দাগ কাটাই ছিল তার উদ্দেশ্য। সেটা আমার মধ্যেও এসেছে। তবে বাবার নামের সুবাদে কাজ পাওয়ার সৌভাগ্য হয়নি।’

 

বাবিল বলেন, প্রভাব খাটিয়ে কাজ পাওয়া তো দূরে থাক, বারবার অডিশন দিয়েও বাদ পড়েছি। তিনি বলেন, ‘আমি ছবিতে কাজ পাওয়ার জন্য আমার মা কাউকে কখনো ফোন করবেন না কিংবা অনুরোধ করবেন না। এখনো বিভিন্ন জায়গায় অডিশন দিতে যাই। সেখানে ভুল হলে মায়ের কাছে মার খেয়েছি। এটাই আমার মূল্যবোধের জায়গা। এটি আমি পরিবার থেকেই পেয়েছি। তাই এটা আমার আদর্শের বিরুদ্ধে। আমার মনে হয়, মানুষও এটা জানে।

 

উল্লেখ্য, নেটফ্লিক্সে ‘কালা’ ছবিটি ২ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে।

  • শেয়ার করুন