৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ৮:৫৯

এমন আশ্বাসে রাজধানীর সায়েন্সল্যাব মোড় থেকে অবরোধ তুলে নিয়েছে ঢাকা কলেজ ছাত্রলীগ

প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২২

  • শেয়ার করুন

দ্রুত কমিটি ঘোষণা করা হবে- এমন আশ্বাসে রাজধানীর সায়েন্সল্যাব মোড় থেকে অবরোধ তুলে নিয়েছে ঢাকা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা।

 

রোববার (৪ ডিসেম্বর) দিনগত রাত ১২টা ২০ মিনিটে তারা অবরোধ তুলে নেয়।

 

ঢাকা কলেজ ছাত্রলীগের সর্বশেষ আহ্বায়ক কমিটির যুগ্ম-আহ্বায়ক শেখ মিথুন বলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক আমাদের ফোন করেছিলেন। তিনি বলেছেন, আগামীকাল নাছিম (আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম) ভাইকে সঙ্গে নিয়ে আমাদের নেত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন। সেখান থেকে একটা পজিটিভ সিদ্ধান্ত আসবে। আশা করছি, আগামীকাল (সোমবার) বিকেলের মধ্যে ঢাকা কলেজ ছাত্রলীগের সুন্দর একটা কমিটি উপহার পাবো।’

  • শেয়ার করুন