৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,সকাল ৬:৩৯

এহসান গ্রুপের উপদেষ্টা আব্দুর রব খানকে গ্রেপ্তার করেছে পুলিশ

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৩

  • শেয়ার করুন

গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাতের মামলার আসামি এহসান গ্রুপের উপদেষ্টা আব্দুর রব খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে পিরোজপুর সদর উপজেলার খলিশাখালী আশরাফুল উলুম কাওমি মাদ্রাসা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে জানান পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান।

আব্দুর রব পিরোজপুর সদর উপজেলার বড় খালিশাখালী এলাকার মৃত ইব্রাহিম খানের পুত্র। তিনি খলিশাখালী আশরাফুল উলুম কাওমি মাদ্রাসা এবং জান্নাতুল মাওয়া মহিলা মাদ্রাসার পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন।

পিরোজপুর সদর থানার ওসি আ জা মো. মাসুদুজ্জামান জানান, গ্রাহকের হাজার হাজার কোটি টাকা আত্মসাতের ১৬টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল আব্দুর রবের বিরুদ্ধে। এরপর থেকেই আত্মগোপনে ছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তার অবস্থান চিহ্নিত করে গ্রেপ্তার করেছে। আজ শনিবার তাকে আদালতে পাঠানো হবে।

এর আগে ১৭ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে এহসান গ্রুপের পরিচালক রাগীব আহসান ও তার সহযোগীকে ২০২১ সানের ৯ সেপ্টেম্বর ঢাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব।

  • শেয়ার করুন