৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ৯:৩০

ওটিটিতে যাচ্ছে না শুভ-ঐশীর ‘নূর’

প্রকাশিত: আগস্ট ৮, ২০২২

  • শেয়ার করুন

তবে কারিগরি ত্রুটির কারণে সিনেমাটি আটকে দেয় সেন্সর বোর্ড।

এরইমধ্যে জানা গেল, ‘নূর’ সিনেমাটির স্বত্ব ওটিটি প্ল্যাটফর্মের কাছে বিক্রি করেছে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া।

এ বিষয়টি নিশ্চিত হতে গিয়ে জানা গেল ভিন্ন তথ্য। শাপলা মিডিয়ার নির্বাহী প্রযোজক অপূর্ব রায় বললেন, এমন কিছু হচ্ছে না সহসাই। তিনি বলেন, ‘‘নূর’ সিনেমা ওটিটিতে বিক্রি হচ্ছে যে তথ্য ছড়িয়েছে সেটি ঠিক নয়। শাপলা মিডিয়া কোনো ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে এমন ধরনের চুক্তি করছে না। আমরাও কোথাও এ ধরনের তথ্য দিইনি।’

তিনি আরও বলেন, ‘কিছু কারিগরি ত্রুটির কারণে ‘নূর’ সিনেমাটি সেন্সর বোর্ড আটকে আছে। বর্তমানে পরিচালক তার একটা সিনেমা নিয়ে ব্যস্ত থাকার কারণে এ ঝামেলাটা আপাতত ঝুলেই রয়েছে। শিগগিরই এর সমাধানে যাবো আমরা। সবার আগে সিনেমাটি ত্রুটিমুক্ত করে সেন্সরে জমা দিয়ে ছাড়পত্রের ব্যবস্থা করবো। তারপর মুক্তি বা প্রচারণার ইস্যুগুলো আসবে।’

রায়হান রাফি পরিচালিত ‘নূর’ সিনেমার নির্বাহী প্রযোজক হিসেবে আছেন নায়ক আরিফিন শুভ।

  • শেয়ার করুন