৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,দুপুর ১:৪৪

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আবারও একজনকে গুলি করে হত্যা করা হয়েছে

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২২

  • শেয়ার করুন

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আবারও একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। আজ বুধবার ভোররাতে ক্যাম্প-১০-এর এফ-১৬ ব্লকে এ ঘটনা ঘটে।

 

এপিবিএন-৮-এর সহকারী পুলিশ সুপার (অপস্ অ্যান্ড মিডিয়া) মো. ফারুক আহমেদ জানান, ভোররাতে দুর্বৃত্তরা ক্যাম্পে ঢুকে ২৫ বছর বয়সী মোহাম্মদ জসিমকে বাইরে ডেকে নেয়। এরপর একটি গলিতে নিয়ে তার বুকে তিনটি গুলি করা হয়। ঘটনাস্থলেই জসিমের মৃত্যু হয়।

 

এর আগে মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে কুতুপালং ২ নম্বর ক্যাম্পের সি-ব্লকে ৩৭ বছর বয়সী মোহাম্মদ সালাম নামের এক যুবককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

 

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, দুই ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

  • শেয়ার করুন