৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ১০:৩৭

কক্সবাজারের পেকুয়ায় বাবা-ছেলেকে কুপিয়ে জখম

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৩

  • শেয়ার করুন

কক্সবাজারের পেকুয়ায় জমিতে ধানের চারা রোপণ করতে গিয়ে মোহাম্মদ বাবুল (৬০) ও তার ছেলে মোহাম্মদ ফারুককে (৪০) কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। এ সময় আহত হয়েছেন আরও ২ জন। আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলা বারবাকিয়া ইউনিয়নের সবজীবনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অন্য আহতরা হলেন- মোহাম্মদ ফারুকের ছেলে মুবিনুল ইসলাম (২০) এবং মৃত এমদাদ মিয়ার ছেলে নবী আলম।

আহতরা জানান, ঘটনার দিন বাবুল ধানী জমিতে চলতি মৌসুমের ধানের চারা রোপণ করছিলেন। এ সময় একই এলাকার নুরুল ইসলামের নেতৃত্বে ১০-১২ জন সন্ত্রাসী লোহার রড, কিরিচ ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পূর্বপরিকল্পিত হামলা চালায়। বাবুলকে সন্ত্রাসীরা কিরিচ ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করে হাত ভেঙে দেয়।

খবর পেয়ে ফারুক তার বাবাকে উদ্ধার করতে গেলে সন্ত্রাসীরা তাকেও কিরিচ দিয়ে কুপিয়ে জখম করে। এরপর আহতদের উদ্ধার করতে গেলে মুবিনুল ইসলাম (২০) ও নবী আলমকেও (৪৫) আহত করে সন্ত্রাসীরা।

  • শেয়ার করুন