৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ৯:১২

কাতার বিশ্বকাপে কে কত টাকা পেল

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২২

  • শেয়ার করুন

শেষ হলো কাতার বিশ্বকাপের মহাযজ্ঞ। ৩৬ বছরের হাহাকার ঘুচিয়ে সোনালি ট্রফিটা নিজেদের করে নিয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। শিরোপা নির্ধারণী ম্যাচে ৩-৩ গোলের সমতার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। এরপর ভাগ্য পরীক্ষায় যাওয়া ফাইনাল জিতে বিশ্বকাপ হাতে নিল লিওনেল স্কালনির শিষ্যরা।

কাতার বিশ্বকাপ আখ্যা পেয়েছে সবচেয়ে খরুচে বিশ্বকাপ হিসেবে। সবমিলিয়ে যত পুরস্কার দেওয়া হয়েছে, তার পরিমাণ ৪৪০ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি অর্থে যা ৪ হাজার ৩৮৭ কোটি টাকা। চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পেয়েছে ৪২ মিলিয়ন মার্কিন ডলার; বাংলাদেশি মুদ্রায় ৪১৯ কোটি টাকা।

রানার্সআপ ফ্রান্স পেয়েছে ৩০ মিলিয়ন ডলার তথা ৩০০ কোটি টাকা। তৃতীয় হওয়া ক্রোয়েশিয়া পেয়েছে ২৭ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ২৭০ কোটি টাকা। চতুর্থ হওয়া মরক্কোর পকেটে গেছে ২৫০ কোটি টাকা।

কোন দল কত টাকা পেল—

চ্যাম্পিয়ন : ৪ কোটি ২০ লাখ ডলার

রানার্স-আপ : ৩ কোটি ২০ লাখ ডলার

তৃতীয়স্থান : ২ কোটি ৬০ লাখ ডলার

চতুর্থস্থান : ২ কোটি ২২ লাখ ডলার

কোয়ার্টারফাইনাল : ১ কোটি ৬০ লাখ ডলার।

শেষ ষোলো : ১ কোটি ২০ লাখ ডলার

গ্রুপ পর্ব : ৮০ লাখ ডলার।

  • শেয়ার করুন